পিসি অন হচ্ছেনা কি করবো?
প্রশ্ন: আমার পিসিটা অন হচ্ছেনা কি করবো?কেবল খুলে আবার লাগাইছি কাজ হচ্ছেনা-
উত্তর: প্রথমে খেয়াল করুন আপনার পিসির কোলিং ফ্যান ঘুরছে কিনা। যদি না ঘুরে তাহলে আপনার পাওয়ার সাপ্লায় এ প্রব্লেম হতে পারে । যদি ঘুরে তাহলে আপনি র্যামটা খুলে একটু মুছে আবার লাগান। আশাকরি খুলে যাবে। যদি না খুলে তাহলে র্যাম বদলিয়ে ফেলুন আশা করি কাজ হবে।

No comments